আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুক্তিযুদ্ধের সময়কার অবিস্ফোরিত দুটি পাকিস্তানি মর্টার শেল ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা বিস্ফোরক দল।
রোববার দুপুরে পৌর শহরের খালাজোড়া মাঠে সেনাবাহিনী কুমিল্লা ক্যান্টনমেন্ট বোম ডিসপোজাল ইউনিটের মেজর ফারজানার নেতৃত্বে ১১ সদস্যের দল মর্টার শেল দুটি ধ্বংস করে।
কুমিল্লা ক্যান্টনমেন্ট বোম ডিসপোজাল ইউনিটের মেজর ফারজানা যমুনা নিউজকে জানান, ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি বাহিনীর ব্যবহৃত মর্টার শেলগুলো অবিস্ফোরিত রয়ে যায় এবং বোমা দুটি সচল ছিল।
আখাউড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, গত ৮ মার্চ উপজেলার ভবানীপুর ও পৌর শহরের তারাগন গ্রামের বাড়িতে মাটি ভরাটের সময় মর্টার শেল দুটো পৃথকভাবে উদ্ধার করা হয়। পুলিশ শেলগুলো নিজেদের হেফাজতে রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লা সেনাবাহিনীর বোমা বিস্ফোরক দলকে খবর দেয়। সোমবার দুপুরে তারা মর্টার শেল দুটি এক সঙ্গে ধ্বংস করে।
ইউএইচ/

