Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকালে

সদ্য সৌদি আরব, যুক্তরাজ্য এবং সব শেষ অস্ট্রেলিয়া সফর বিষয়ে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বিকাল চারটায় তিন দেশ সফর নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী।

গত ১৬ এপ্রিল সৌদি আরবে সৌদি নেতৃত্বাধীন মুসলিম দেশগুলোর জোটের যৌথ সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। পরে কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে যান যুক্তরাজ্যে। সেখান থেকে দেশে ফেরেন ২৩ এপ্রিল। সর্বশেষ অস্ট্রেলিয়ায় গ্লোবাল সামিট অব উইমেনে যোগ দেন তিনি। সেখানে গ্রহণ করেন গ্লোবাল উইম্যান লিডারশিপ অ্যাওয়ার্ড।’ ৩০ এপ্রিল দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

Exit mobile version