Site icon Jamuna Television

বাঘের মুখ থেকে বেঁচে ফিরলেন মৎস্যজীবী

আহত আবু সালেহ আকন।

সুন্দরবনের মাছ ধরার সময় বাঘের আক্রমণে আহত হয়েছেন আবু সালেহ আকন নামের একজন মৎস্যজীবী। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

মৎস্যজীবীরা জানান, রোববার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপাই রেঞ্জের শুয়ারমারা খালে মাছ ধরছিলেন আবু সালেহ আকন ও তার সঙ্গীরা। এ সময় একটি বাঘ আকনকে পেছন থেকে আক্রমন করে। বাঘের কামড় ও থাবায় গুরুতর আহত হয়ে খালে লাফিয়ে পড়েন তিনি।

এ সময় তার চিৎকারে ছুটে যান কিছু দূরে থাকা ভাই ও সঙ্গীরা। সম্মিলিত চিৎকারে বাঘটি গহীন জঙ্গলে চলে যায়। আহত জেলেকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এসজেড/

Exit mobile version