Site icon Jamuna Television

এফএ কাপের সেমিতে মুখোমুখি চেলসি-ক্রিস্টাল প্যালেস

ছবি: সংগৃহীত

এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে রাতে মাঠে নামবে চেলসি। ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টায় চেলসির প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে দুর্ভাগ্যজনকভাবে থেকে ছিটকে গেছে টমাস টুখেলের চেলসি। লিগ শিরোপাও হাতছাড়া হয়েছে ব্লুজদের। তাই মৌসুমে অন্তত এফএ কাপের ট্রফিটা ঘরে তুলতে চায় হ্যাভার্জ-ম্যাসন মাউন্টরা। দুই দলের অতীত ৬০ বারের দেখায় ব্লুজদের ৩৩ জয়ের বিপরীতে হার আছে ১২ ম্যাচে।

তবে এফএ কাপের ৫ বারের দেখায় তিনবার জিতেছে ক্রিস্টাল প্যালেস। পুরনো ইনজুরিতে সেমিফাইনালে বেন চিলওয়েল ও হাডসন ওডোয়কে পাবে না চেলসি। সেই সাথে লুকাকুর ফিটনেস নিয়েও আছে শঙ্কা। প্যাট্রিক ভিয়েরার ক্রিস্টাল প্যালেস নিশ্চয়ই চেলসির স্বপ্ন পূরণ পথে সম্ভাব্য সকল বাধা দেয়ার চেষ্টাই করবে ওয়েম্বলিতে।

আরও পড়ুন: রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে হারিয়ে এফএ কাপের ফাইনালে লিভারপুল

এম ই/

Exit mobile version