Site icon Jamuna Television

বইমুখী করা গেলে নতুন প্রজন্মকে অপরাধ থেকে দূরে রাখা যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বইমুখী করা গেলে নতুন প্রজন্মকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রোববার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর নাজনীন স্কুল অ্যান্ড কলেজের পাঠাগার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এ সময় আসাদুজ্জামান খান বলেন, বই পড়ার কোনো বিকল্প নেই, বই জ্ঞানের আধার। নতুন প্রজন্মকে বইমুখী করতে পারলে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা যাবে। জ্ঞানকে প্রসারিত করার জন্য তরুণ যুবকদের লাইব্রেরিতে আসার আহ্বান জানান তিনি। পাঠাগারটি প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় জনসাধারণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্টমন্ত্রী।

/এমএন

Exit mobile version