Site icon Jamuna Television

এরদোগানের অনুরোধে মারিওপোলের মসজিদে আটকে পড়া জিম্মিদের মুক্ত করেছে রাশিয়া

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল ইগর কোনাশেনকভ। ইনসেটে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। ছবি: সংগৃহীত।

মারিওপোলের একটি মসজিদে বন্দী থাকা অনেক জিম্মিকে মুক্ত করেছে রাশিয়া। রোববার (১৭ এপ্রিল) আল জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানায়।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের অনুরোধেই এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেনারেল ইগর কোনাশেনকভ। বলেছেন, অভিযানে ‘বিদেশি যোদ্ধাসহ ২৯ জন জঙ্গি’ নিহত হয়েছে।

যদিও মার্চের প্রথম দিকের প্রতিবেদনগুলো ইঙ্গিত দেয়, বেশ কিছু তুর্কি নাগরিক মারিওপোলের একটি মসজিদে আশ্রয় নেয়। তবে তারা বন্দী হিসেবে নয়, রাশিয়ার গোলাগুলি থেকেই বাঁচতেই মসজিদে আশ্রয় নেয়।

আরও পড়ুন: ‘মারিওপোলে রুশ বাহিনীর কাছে ইউক্রেনের সৈন্যরা আত্মসমর্পণ করবে না’

এর আগে, গত ১২ মার্চ ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের টুইটার অ্যাকাউন্টে জানায়,  মারিওপোলের সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট এবং তার স্ত্রী রক্সোলানা (হুররেম সুলতান)  মসজিদে রুশ হানাদাররা গোলাবর্ষণ করেছে। ওই মসিজিদে ৮০ জনের বেশি শিশু ও তুর্কি নাগরিকসহ ৮০ জনের বেশি বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছিলেন।

জেডআই/

Exit mobile version