Site icon Jamuna Television

আমি বিশ্বকে আর বিশ্বাস করি না: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে যা ঘটছে তা দেখার পর আমি বিশ্বকে আর বিশ্বাস করি না। আমি বলতে চাচ্ছি, কিছু দেশ বা কিছু নেতাকে আমাদের বিশ্বাস করা উচিত, তা আমি মনে করি না। আমরা কথায় বিশ্বাস করি না। রুশ হামলার পর আমরা আমাদের প্রতিবেশীদের বিশ্বাস করি না।

রোববার (১৭ এপ্রিল) মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। লিখিত নিরাপত্তা আশ্বাস এবং আন্তর্জাতিক আইনেও বিশ্বাস করেন না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

জেলেনস্কি বলেছেন, এমনকি আমি নথিপত্রেও বিশ্বাস করি না। আমাদের বুদাপেস্ট মেমোরেন্ডাম আছে। কিন্তু আমার জন্য এটি একটি কাগজের টুকরো ছাড়া কিছুই নয়। এর কোনো মূল্য নেই।

কোনো দেশ ইউক্রেনের বন্ধু রাষ্ট্র হলে তাদের অস্ত্র দিতে বলেছেন জেলেনস্কি। এর পাশাপাশি লোকবল, সমর্থন ও অর্থ চেয়েছেন তিনি। রাশিয়াকে থামাতে বলে এই সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, বন্ধু হলে আপনারা ঠিকই এগুলো করতে পারবেন।

ভলোদেমির জেলেনস্কি জানান, তাদের বিশ্বাস শুধু নিজেদের প্রতি, জনগণের প্রতি এবং নিজেদের সশস্ত্র বাহিনীর প্রতি।

/এমএন

Exit mobile version