Site icon Jamuna Television

বিএসএফ-বিজিবির সহায়তায় ভারতীয় নাগরিক ভাইয়ের মরদেহ দেখতে পারলো বাংলাদেশি বোনেরা

স্টাফ রিপোর্টার, যশোর:

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার বাঁশঘাটার গ্রামে বসবাস বাসিন্দা দুই ভাই জুলফিকার আলি মণ্ডল ও মাহতাব মণ্ডলের। কিন্তু তাদের তিন বোন তিন বোন খায়রণ মণ্ডল, ফেরদোসী মণ্ডল ও খোদেজা মণ্ডলের বসবাস যশোরের শার্শার বাহাদুরপুরে। শনিবার (১৬ এপ্রিল) মারা যান জুলফিকার। তাই বড় ভাইকে যাতে তার বোনেরা দেখতে পান সেই আরজি নিয়ে বিএসএফের শরণাপন্ন হন ছোটভাই মাহতাব মণ্ডল।

মাহতাব মণ্ডল বিএসএফকে অনুরোধ করেন, তার বোনেরা যদি তার ভাইয়ের শেষ দেখা দেখতে পান, তবে তারা খুব খুশি হবেন। এরপর কোম্পানি কমান্ডার অবিলম্বে মানবিক ও আবেগের দিকটি মাথায় রেখে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে যোগাযোগ করেন। বিএসএফের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিজিবিও এগিয়ে আসে। তাই উভয় দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনী পারস্পরিক সহযোগিতার কথা মাথায় রেখে বাংলাদেশে অবস্থানরত তিন বোনকে আন্তর্জাতিক সীমান্তের কাছে জিরো লাইনে তাদের ভাইকে শেষ দেখার ব্যবস্থা করে।

বিএসএফের এক কর্মকর্তা জানান, সীমান্ত সুরক্ষা বাহিনী অসৎ ব্যক্তিদের বিরুদ্ধে থাকলেও মানবতা এবং মানবিক মূল্যবোধের ক্ষেত্রে সর্বদা প্রস্তুত থাকে।

জেডআই/

Exit mobile version