Site icon Jamuna Television

দুই আফগান প্রদেশে পাকিস্তানের বিমান অভিযানে নিহত ৪৭

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় দুটি প্রদেশে পাকিস্তানের বিমান অভিযানে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৪৭ জনে। আলজাজিরার একটি খবর নিশ্চিত করেছে এমন তথ্য।

দুই দেশের সীমান্ত ডুরান্ড লাইনের পাশেই শনিবার (১৬ এপ্রিল) চালানো হয় এ অভিযান। যার লক্ষ্য ছিলো খোস্ত ও কুনার প্রদেশ। নিহতদের মধ্যে ৪১ জনই বেসামরিক নাগরিক। বেশিরভাগই নারী ও শিশু, এমনটা নিশ্চিত করেন খোস্ত প্রদেশের তথ্য ও সংস্কৃতি দফতরের পরিচালক। অন্যদিকে, কুনার প্রদেশের সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেন, সেখানে চালানো অভিযানে প্রাণ গেছে ছয় জনের।

তবে পাকিস্তান সেনাবাহিনীর তরফ থেকে মেলেনি অভিযানের আনুষ্ঠানিক বক্তব্য। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে প্রতিবেশী দেশে হামলা চালাচ্ছে সন্ত্রাসীরা। সে ব্যাপারে শক্ত পদক্ষেপ নেয়া উচিত তালেবান গঠিত সরকারের।

/এডব্লিউ

Exit mobile version