Site icon Jamuna Television

আল-আকসায় ইসরায়েলি অভিযান, আহত ১৯ ফিলিস্তিনি

পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গনে ইসরায়েলি অভিযানে আহত কমপক্ষে ১৯ ফিলিস্তিনি। আলজাজিরায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রোববারের (১৭ এপ্রিল) ঘটনায় বন্দি হয়েছেন আরও ৯ জন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এর মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন।

রোববার মুসল্লিরা ফজরের নামাজ আদায়ের সময় মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করে সেনাদল। সেসময় ক্ষুব্ধ ফিলিস্তিনিরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকেন। প্রতিক্রিয়ায় ফাঁকা বুলেট ছোঁড়ার পাশাপাশি লাঠিচার্জ করে ইসরায়েলি সেনাদল। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি।

এর আগে, জুমার দিনেও আল-আকসায় ফিলিস্তিনিদের ওপর চড়াও হয় ইসরায়েলি বাহিনী। ব্যাপক সংঘর্ষে আহত হন ১৫৮ ফিলিস্তিনি, গ্রেফতার হন তিন শতাধিক মানুষ।

/এডব্লিউ

Exit mobile version