Site icon Jamuna Television

নয়াদিল্লিতে সহিংসতা, আটক ২১

ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আটক হয়েছেন কমপক্ষে ২১ জন। রোববার (১৭ এপ্রিল) গভীর রাতে পুলিশ জানায়, এখনও লাপাত্তা দ্বিতীয় অস্ত্রধারী।

হিন্দুস্তান টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় গণ্ডগোলের অভিযোগে দুই কিশোরও রয়েছে পুলিশি হেফাজতে। এছাড়া গ্রেফতারকৃত হামলাকারীকে আদালতে তোলা হয়েছিল। তার কাছ থেকে তিনটি পিস্তল এবং পাঁচটি তলোয়ার জব্দ করেছে পুলিশ। এছাড়া, সংঘাতের ভিডিও ফুটেজ বিশ্লেষণে বেরিয়ে এসেছে অপর এক অস্ত্রধারীর ছবি। তার সন্ধানে জাহাঙ্গীরপুরী এলাকায় চলছে সাঁড়াশি অভিযান।

কর্তৃপক্ষ জানায়, সনাতন ধর্মাবলম্বীরা শনিবার রাতে বের করেন শোভাযাত্রা। সেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছড়িয়ে পড়ে সংঘাত। বেশকিছু যানবাহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। আহত হন পুলিশ সদস্যসহ কমপক্ষে ১২ জন।

/এডব্লিউ

Exit mobile version