Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকায় বন্যা-ভূমিধস: নিহতের সংখ্যা বেড়ে ৪৪৩

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় প্রবল বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৩ জনে। এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ। রোববার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়, নিহতদের মধ্যে ৩৯৫ জনই দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কোয়াজুলু-নাটাল প্রদেশের। এখনও উদ্ধার অভিযান চলছে। তবে বৃষ্টিপাত না কমায় অভিযান পরিচালনা ব্যাহত হচ্ছে। পরিস্থিতি আরও অবনতির শঙ্কায় প্রদেশটিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

রাজ্য গভর্নরের দাবি, এই দুর্যোগে কমবেশি ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৭০ কোটি ডলার।
আরও পড়ুন: দুই আফগান প্রদেশে পাকিস্তানের বিমান অভিযানে নিহত ৪৭
ইউএইচ/

Exit mobile version