Site icon Jamuna Television

১৪ বছর পর হিলি বন্দরে ঢুকলো ভারতীয় পাটবীজ

বন্দর থেকে খালাস হচ্ছে ভারতীয় পাটবীজ।

দীর্ঘ ১৪ বছর পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাটের বীজ আমদানি শুরু হয়েছে। আমদানি করা এসব পাটবীজ ইতোমধ্যে বন্দর থেকে খালাস শেষে ফরিদপুর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়াসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হচ্ছে।

সবশেষ ২০০৮ সালে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাট বীজ আমদানি হয়েছিলো। এরপর খামারবাড়ি থেকে ইমপোর্ট পারমিট না দেয়ায় বন্ধ হয়ে যায় আমদানি কার্যক্রম। দীর্ঘ ১৪ বছর পর আবারও আনা হচ্ছে পাটবীজ।

আমাদানি করা এসব পাটবীজ বন্দর থেকে খালাস দিতে শুরু করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। গত সপ্তাহে ৩০০ টন পাটবীজ আমদানি হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে বীজের ব্যাপক পরিমাণে চাহিদা দেখা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল হিলি স্থলবন্দর দিয়ে পাটবীজ আমদানির সক্ষমতা যাছাই করেছে। এ নিয়ে হিলির উদ্ভিদ সংগনিরোধ রোগতত্ববিদ শামীম আহমেদ সরকার জানিয়েছেন, ভারত থেকে আমদানি হওয়া পাটবীজের নমুনা পরীক্ষার পর অনাপত্তিপত্র দেয়া হয়েছে। তিনি বলেন, গায়ের লেভেল অনুযায়ী বীজের গুণগত মান ঠিক আছে কিনা তা পরীক্ষা করে দেখা হয়। সব ঠিক থাকলে ৭২ ঘণ্টা পর আমরা ছাড়পত্র দিই।

এসজেড/

Exit mobile version