Site icon Jamuna Television

টিআইবি ইনভেস্টিগেটিভ জার্নালিজম ফেলোশিপের পুরস্কার পেলেন যমুনা টিভির শাকিল

টিআইবি ইনভেস্টিগেটিভ জার্নালিজম ফেলোশিপের অধীনে লাউয়াছড়ার দখল হয়ে যাওয়া বন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকিল হাসান। এছাড়া আরও ৩ জন এ পুরস্কার পেয়েছেন।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মাইডাস সেন্টারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, টিআইবির কার্যক্রম ও অনুসন্ধানী সাংবাদিকতা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই ফেলোশিপ কার্যক্রম প্রতি বছর চলমান থাকবে বলেও জানান তিনি।

প্রতিবেদনটি (২৪ মার্চ) ‘এমপি আব্দুস শহীদের চা বাগান গিলে খাচ্ছে লাউয়াছড়ার সংরক্ষিত বন; অন্য দখলদাররাও বেপরোয়া’ শিরোনামে যমুনা টেলিভিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

লাউয়াছড়াকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণার পর এই বনের প্রতি মানুষের আগ্রহ যেমন বেড়েছে তেমনি বেড়েছে দখলও। স্থানীয় এমপি, জনপ্রতিনিধিরা বাগান করার নামে দখল করছেন সংরক্ষিত এই বনের জমি। সব জেনেও চুপ থাকতে বাধ্য হচ্ছে বন বিভাগ। এতে বন হারাচ্ছে বৈচিত্র্য। হুমকির মুখে পড়েছে বন্যপ্রাণী ও স্থানীয় বনজীবীরা।

ইউএইচ/

Exit mobile version