Site icon Jamuna Television

ঈদের কেনাটায় রাজধানীবাসীর ভিড় এখন মিরপুরের বেনারসি পল্লিতে

মিরপুরের বেনারসি পল্লিতে ক্রেতাদের শাড়ি দেখাচ্ছেন একজন ব্যবসায়ী।

ব্যস্ততা বেড়েছে মিরপুরের বেনারসি পল্লীতে। এখানে যেমন পাওয়া যাবে দেশীয় শাড়ির অন্যান্য সব ডিজাইন, তেমন মিলবে বিদেশি শাড়ির নানা ধরন। গত দু’বছর করোনার জন্য ভালো বেচা-বিক্রি না হলেও এবার ব্যবসায়ীদের প্রত্যাশা ক্ষতি কাটিয়ে ওঠার। বিপুল কালেকশন আর সাধ্যের মধ্যে দাম থাকায় মিরপুরের বেনারসি পল্লীকে প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা।

১২ ভাঁজের শাড়িতে নারী বরাবরই অনন্য। যেকোনো উৎসবের সাজে তাই বাঙালি নারীর প্রথম পছন্দ শাড়ি। উৎসবের শাড়ির জন্য রাজধানীর অনেকেরই গন্তব্য বেনারসি পল্লী। যেখানে মিলবে বেনারসি কাতান, সফট কাতান, টাঙ্গাইল তাতঁ, জামদানিসহ নানা ধরনের শাড়ি।

দেশীয় শাড়ির সম্ভারকে লড়তে হয় বিদেশি ডিজাইনের সাথেও। সেখানে ক্রেতাদের পছন্দের শীর্ষে থাকছে গাদোয়াল, কাঞ্জিভরম, খাড্ডি, তসর, কারচুপি কাতান, জুট কাতানসহ আরও অনেক রকমারি ধরন।

একসাথে অনেক কালেকশান, অনেক বিকল্প আর সুলভ দামের কারণে ক্রেতারা স্বাচ্ছন্দ্য বোধ করেন বেনারসি পল্লিতে। ঈদে নিরিবিলি শপিং করতে বেনারসি পল্লীকে বেছে নিলে যেকোনো রুচির শাড়ির দেখা মিলবে অনায়াসে।

এসজেড/

Exit mobile version