Site icon Jamuna Television

ঈদ মৌসুমেও সদরঘাট টার্মিনালে নেই ব্যস্ততা, অনলাইনেই টিকিট কাটছেন যাত্রীরা

ফাইল ছবি।

ঈদ সামনে রেখে সকাল থেকে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরুর কথা থাকলেও সদরঘাট টার্মিনালে নেই কোনো কার্যক্রম। বেশিরভাগ টিকিট কাউন্টারই বন্ধ, দেখা যায়নি টিকিট প্রত্যাশীদের। লঞ্চ মালিক কর্তৃপক্ষ জানায়, এখন আর কেউ টার্মিনালে এসে টিকিট কাটছে না। সবাই ফোনে কিংবা অনলাইনে অগ্রিম টিকিট কাটছে।

লঞ্চ কর্তৃপক্ষের জানায়, কেবিনের সব টিকিট বুকিং হয়ে গেছে। লঞ্চের ডেকে ভ্রমণের জন্য অগ্রিম টিকিট কাটতে হয় না। এ বছর তুলনামূলকভাবে যাত্রী চাপ কম বলেও জানানো হয়। প্রতি বছর ঈদ সামনে রেখে দক্ষিণাঞ্চলের উদ্দেশে ঢাকা ছাড়ে শত শত লঞ্চ।

এসজেড/

Exit mobile version