Site icon Jamuna Television

কক্সবাজারে মাটির নিচে জ্বলছে রহস্যজনক আগুন

কক্সবাজারে মাটির নিচ থেকে দেখা যাচ্ছে আগুন, বিভিন্ন ফাঁকফোকড় দিয়ে বের হচ্ছে ধোঁয়া।

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে হঠাৎ করেই মাটির নিচে জ্বলে উঠলো আগুন। আর তা দেখে তাৎক্ষণিক শত শত উৎসুক জনতার ভিড় লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপরও মাটির ফাঁকফোকর দিয়ে বের হচ্ছে ধোঁয়া।

রোববার (১৭ এপ্রিল) বিকালে কক্সবাজার সরকারি কলেজের সামনে প্রধান সড়কের পাশে এ ঘটনা ঘটে। হঠাৎ করেই এক পথচারী খেয়াল করেন, মাটির নিচে আগুন জ্বলছে। এ সময় অন্য পথচারীরাও বিষয়টি দেখতে পায় এবং মুহূর্তেই ভিড় লেগে যায় ওই স্থানে। পরে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে।

ঘটনাস্থলে কাজ করা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, উক্ত স্থানে বিভিন্ন প্লাষ্টিক বর্জ্য ও ময়লা ছিল। স্থানীয়রা অনেকটা ময়লা ফেলার স্থান হিসেবে ব্যবহার করতো ওই স্থানটি। সম্প্রতি রাস্তা সংস্কারের কাজ করার সময় ময়লার উপরই মাটি চাপা পড়ে। এছাড়াও ওই স্থান দিয়ে বিটিসিএল এর কানেকশন ক্যাবল টানা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি বর্জ্য ও প্লাষ্টিক বর্জ্য থেকে সৃষ্ট কোনো আগুন হতে পারে।

এসজেড/

Exit mobile version