Site icon Jamuna Television

গণপদত্যাগের পর শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা নিয়োগ

শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকশে। আগের মন্ত্রিসভা থেকে সদস্যদের গণপদত্যাগের পর সোমবার (১৮ এপ্রিল) ১৭ জন নতুন সদস্য নিয়োগ দিয়েছেন লঙ্কান প্রেসিডেন্ট। আগের মন্ত্রিসভার একমাত্র সদস্য হিসেবে কেবল প্রেসিডেন্টের ভাই ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজপাকশে নতুন মন্ত্রিসভায় আছেন। খবর হিন্দুস্থান টাইমস এর।

চলতি মাসের শুরুর দিকে মাহিন্দা রাজাপাকশে ছাড়া শ্রীলঙ্কার মন্ত্রিসভার বাকি সব সদস্য পদত্যাগ করেন। জরুরি অবস্থা ও কারফিউ অমান্য করে দেশব্যাপী হাজার হাজার মানুষ রাস্তায় বিক্ষোভ শুরু করার পর সংকটময় পরিস্থিতিতে মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করেন।

গোটাবায়া রাজাপাকশে নতুন সরকার গঠনের জন্য বিরোধীদের সহযোগিতা চেয়েছিলেন। তবে বিরোধীপক্ষ তাতে সাড়া দেয়নি। এই অবস্থায় নিজ দলের প্রতিনিধিদের দিয়েই নতুন মন্ত্রিসভা গঠন করেন তিনি।

/এমএন

Exit mobile version