Site icon Jamuna Television

পুত্র সন্তানের জন্ম দিলেন নাসির-তামিমা

তামিমার বেবি বাম্পের ছবি শেয়ার করেছিলেন নাসির। ছবি: সংগৃহীত।

ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমার বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনা ছিল শুরু থেকেই। বিতর্ক গড়িয়েছে আদালত পর্যন্তও, জট এখনও ছাড়ায়নি। এরই মধ্যে সুখবর দিয়েছেন নাসির-তামিমা। পুত্রসন্তানের জন্ম দিয়েছেন নাসিরের স্ত্রী। গত ৮ এপ্রিল শিশু ভূমিষ্ঠ হলেও সোমবার (১৮ এপ্রিল) বিষয়টি প্রকাশ্যে এসেছে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারিই সংসারে নতুন অতিথি আসার খবর সামনে আনেন এই দম্পতি। তামিমার বেবি বাম্পের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নাসির। সেখানে তামিমার গলায় একটি ব্যানারে লেখা ছিল ‘হবু মা’, নাসিরের হাতে লেখা ছিল ‘বাবা’।

সন্তানের কথা আদালতকেও জানিয়েছেন এই দম্পতি। অবশ্য সন্তানের বৈধতা নিয়ে শুরুতে প্রশ্ন উঠলেও নিজেদের নতুন এই পরিচয়কে পুরোদমে উদযাপন করছেন তারা।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। পরে তামিমার বিরুদ্ধে মামলা করেন তার আগের স্বামী রাকিব হাসান। মামলায় তিনি অভিযোগ করেন, তাকে ডিভোর্স না দিয়েই তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন। এ মামলায় আত্মসমর্পণের পর জামিন পান নাসির-তামিমা।

এসজেড/

Exit mobile version