Site icon Jamuna Television

সন্তান হারালেন রোনালদো-জর্জিনা

ফাইল ছবি

সন্তানহারা হলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রড্রিগুয়েজ। বুধবার (১৯ এপ্রিল) রাতে এক ইনস্টাগ্রাম পোস্টে মর্মান্তিক এ খবর জানান রোনালদো-জর্জিনা জুটি।

পোস্টে রোনালদো লিখেছেন, আমাদের ছোট্ট ছেলেটি আর নেই। যারা বাবা-মা হয়েছেন তারাই এ কষ্টটা বুঝবেন। তবে আমাদের মেয়েটি সুস্থভাবেই জন্ম নিয়েছে, তার জন্মই এমন ভীষণ কষ্টের মুহূর্তে আমাদেরকে একটু শক্তি যোগাচ্ছে। ডাক্তার ও নার্সদের ধন্যবাদ যারা আমাদের বাচ্চাদের জন্য কষ্ট করেছেন। আমরা অত্যন্ত শোকাহত, তাই বিনীতভাবে অনুরোধ করবো এই কঠিন সময়ে যেন আমাদেরকে প্রাইভেসি দেয়া হয়।

পোস্টের শেষে মৃত সন্তানের উদ্দেশে রোনালদো লিখেছেন, তুমি আমাদের অ্যাঞ্জেল, আমরা সবসময় তোমাকে ভালোবাসি।

প্রসঙ্গত, গত অক্টোবরে রোনালদো-জর্জিনা জুটি ঘোষণা দেন যে তারা আবারও জমজ সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। ক্রিস্টিয়ানো ইতোমধ্যেই ৪ সন্তানের জনক। বড় ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের পর দুই জমজ ইভা মারিয়া ও মাতেও আসে রোনালদো-জর্জিনার সংসারে, আর এরপরই জন্ম হয় ছোট মেয়ে অ্যালানা মার্টিনার। এরপরই আবার জমজ সন্তানের বাবা-মা হওয়ার কথা ছিল রোনালদো-জর্জিনার।

/এসএইচ

Exit mobile version