Site icon Jamuna Television

সুইজার‍ল্যান্ডে মরতে যাচ্ছেন অস্ট্রেলিয়ান বিজ্ঞানী

১০৪ বছরের এক অস্ট্রেলিয়ান বিজ্ঞানী নিজের মৃত্যুর জন্য মে মাসে সুইজারল্যান্ড যাচ্ছেন। মূলত নিজেকে মেরে ফেলার জন্য তার এই যাত্রা। কেননা অস্ট্রেলিয়ায় স্বেচ্ছামৃত্যুর অনুমতি নেই। সুইজারল্যান্ডে বিদেশীসহ নাগরিকদের স্বেচ্ছামৃত্যুর অনুমতি রয়েছে। তাই এই অস্ট্রেলিয়ান উদ্ভিদ বিজ্ঞানী ডেভিড গুডঅল মে মাসে সুইজারল্যান্ড যাচ্ছেন। যদিও তিনি মৃত্যুর মতো অসুস্থও নয়।

এমনকি তিনি আশঙ্কা করছেন সরকার হয়তো তাকে যেতে দিবেনা। তাই তিনি আইনজীবী নিয়োগ দিয়েছেন।

ডেভিড গুডঅল বলেন, আমার বয়স ১০৪ বছর, আমি হয়তো আর বেশিদিন বাঁচবো না, আমি আমার জীবন নিয়ে খুশি নয় তাই আমি মৃত্যুবরণ করতে চাই।

এদিকে ডেভিড মৃত্যুর আগে ফ্রান্সে পরিবারের সাথে দেখা করবেন। এরপর সুইজারল্যান্ডে যাবেন।

Exit mobile version