Site icon Jamuna Television

পাকিস্তানে ধর্ম অবমাননার গুজবে শ্রীলঙ্কান নাগরিককে পিটিয়ে হত্যার মামলায় ৬ ব্যক্তির মৃত্যুদণ্ড

পাকিস্তানে ব্ল্যাসফেমি বা ধর্ম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কান নাগরিককে পিটিয়ে হত্যার মামলায় মৃত্যুদণ্ড পেলেন ৬ ব্যক্তি। সাড়া জাগানো মামলাটিতে সোমবার (১৮ এপ্রিল) দোষী সাব্যস্ত হন ৮৮ পাকিস্তানি।

ডয়চে ভেলের খবর বলছে, দোষীদের মধ্যে ৯ জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। বাকিরা ভোগ করবেন দুই থেকে পাঁচ বছরের জেল। বিচারপতি রায়ে শোনান, গুজবে কান দিয়েই হত্যা করা হয়েছে বিদেশি নাগরিককে। আদালত একে গুরুতর গুরুতর অপরাধ বলেও মন্তব্য করে।

প্রসঙ্গত, গেলো ডিসেম্বরে শিয়ালকোট শহরে কর্মরত ফ্যাক্টরি ম্যানেজার প্রিয়ানথা দিবাদানাগে গণপিটুনির শিকার হন। ৪৮ বছরের ঐ শ্রীলঙ্কানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি মহানবী হযরত মুহাম্মাদের (স) নাম লিখিত পোস্টার ছিড়ে ফেলেছেন। কিন্তু তার সহকর্মীরা জানান, ভবন সংস্কারের জন্য দেয়ালে সাঁটানো বিভিন্ন পোস্টার সরানো হয়েছিল। এ হত্যাকাণ্ডকে পাকিস্তানের জন্য লজ্জাজনক আখ্যা দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান।

/এডব্লিউ

Exit mobile version