Site icon Jamuna Television

উত্তেজনার মধ্যেই গাজায় ইসরায়েলি বিমান হামলা শুরু

চলমান উত্তেজনার মধ্যেই গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করলো ইসরায়েল। সোমবার (১৮ এপ্রিল) গভীর রাতে সশস্ত্র সংগঠন হামাসের ঘাঁটি লক্ষ্য করে চালানো হয় অভিযান।

এ ঘটনায় কোনো হতাহতের তথ্য জানায়নি আলজাজিরা। ইসরায়েলের অভিযোগ, আস্তানাগুলো অস্ত্র বানানোর কারখানা হিসেবে ব্যবহার করা হতো। তাছাড়া, সোমবারই উপত্যকা থেকে রকেট ছোড়া হয় ইসরায়েলি সীমান্তে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মাধ্যমে নস্যাৎ করা হয় সেই আক্রমণ।

পাল্টাপাল্টি আক্রমণের কিছুক্ষণ আগেই আল-আকসা মসজিদ প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনার তীব্র নিন্দা জানান হামাস নেতা ইসমাইল হানিয়া। ইসরায়েলকে
তাদের ঘৃণ্য আচরণের উপযুক্ত জবাব দেয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

শুক্রবার থেকেই পবিত্র মসজিদ প্রাঙ্গণে দফায়-দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। তাতে আহত হয়েছেন ১৮০ জনের মতো ফিলিস্তিনি, আর আটক তিন শতাধিক।

/এডব্লিউ

Exit mobile version