Site icon Jamuna Television

দক্ষিণ আফ্রিকার দুর্গত এলাকায় উদ্ধার এবং সংস্কারের কাজ করবে সেনাবাহিনী

দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণ বিতরণ, উদ্ধার এবং সংস্কার কাজ পরিচালনায় ১০ হাজার সেনাসদস্য মোতায়েন করলো দক্ষিণ আফ্রিকান সরকার।

সোমবার (১৮ এপ্রিল) দেশটির জাতীয় প্রতিরক্ষা বাহিনীর (এসএএনডিএফ) বরাতে তথ্যটি নিশ্চিত করেছে রয়টার্স। এসএএনডিএফ জানায়, বন্যায় পুরোপুরি বিপর্যস্ত এলাকাগুলোর সংস্কারে কাজ করবেন সেনা সদস্যরা। দুর্যোগ কবলিত এলাকা থেকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হবে বাসিন্দাদের। তাদের উপযুক্ত চিকিৎসা সেবা দেয়া হবে বলেও জানায় তারা। এছাড়া দুর্গতদের খাবার এবং সুপেয় পানি সরবরাহ করবে সেনাদল।

দেশটিতে বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৪৩ জনে। এখনও নিখোঁজ বহু মানুষ। ফলে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা প্রশাসনের। দেশটিতে বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ বাসিন্দা। তাদের সহযোগিতায় ছয় কোটি ৮০ লাখ ডলারের জরুরি ত্রাণ তহবিল ঘোষণা করেছে সরকার।

/এডব্লিউ

Exit mobile version