Site icon Jamuna Television

দেশছাড়া ৫০ লাখ ইউক্রেনীয়

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ৫০ লাখের কাছাকাছি মানুষ আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশগুলোতে। সোমবার (১৮ এপ্রিল) এ তথ্য প্রকাশ করে জাতিসংঘ। এমন অবস্থায় মানবপাচারের শঙ্কাও প্রকাশ করেছে জাতিসংঘ।

শরণার্থী বিষয়ক কমিশন ইউএনএইচসিআরের দাবি, মানুষের ঢল কমে এলেও রোববার ৬৫ হাজারের বেশি মানুষ সীমান্ত পাড়ি দিয়েছেন। যার মধ্যে, নারী ও শিশুদের সংখ্যাই বেশি। এই দুর্বল জনগোষ্ঠী খুব সহজেই পাচারকারী চক্রের হাতে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে তারা।

এদিকে, আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম বলছে, শরণার্থীদের সোয়া দুই লাখ মানুষ তৃতীয় কোনো দেশের নাগরিক। যাদের বেশিরভাগই শিক্ষার্থী বা শ্রমিক। তাদের উদ্ধারে যথাযথ উদ্যোগ নিচ্ছে সেই দেশগুলোর সরকার। শরণার্থীদের ২৭ লাখ ৮০ হাজারই আশ্রয় পেয়েছেন পোল্যান্ডে।

/এডব্লিউ

Exit mobile version