Site icon Jamuna Television

ল্যাম্পপোস্ট বসলো পদ্মাসেতুতে

ধাপে ধাপে এগিয়ে চলা পদ্মাসেতুর নির্মাণ এখন শেষ পর্যায়ে। এর ধারাবাহিকতায় সেতুতে এবার শেষ হলো ল্যাম্পপোস্ট বাসানোর কাজ। সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় সেতুর ৩৬তম স্প্যানে বসানো হয় সর্বশেষ ল্যাম্পপোস্ট।

৬ দশমিক ১৫ কিলোমিটার সেতুকে আলোকিত করতে মোট ৪১৫টি ল্যাম্পপোস্ট বসানো হয়। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকৌশলী সূত্র জানায়, ৪১৫টি ল্যাম্পপোস্টের মধ্যে মূল সেতুতে আছে ৩২৮টি। দুই প্রান্ত মাওয়া ও জাজিরা ভায়াডাক্টে রয়েছে ৮৭টি ল্যাম্পপোস্ট। একটি থেকে আরেকটি ল্যাম্পপোস্টের দূরত্ব প্রায় ৩৮ মিটার। ল্যাম্পপোস্টগুলো চীনের তৈরি, প্রতি ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে ঝড় হলেও এসব ল্যাম্পপোস্টের কোনো ক্ষতি হবে না বলেও আশ্বস্ত করেছেন সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।

/এডব্লিউ

Exit mobile version