Site icon Jamuna Television

ঐশ্বরিয়াকে পুত্রবধূ হিসেবে পেয়ে কেঁদে ফেলেছিলেন অমিতাভ

জয়া বচ্চন সম্প্রতি একটি তথ্য দিয়েছেন, তা হলো অমিতাভ বচ্চন যেদিন প্রথম ঐশ্বরিয়া রাইকে তার বাড়িতে পুত্রবধূ হিসেবে দেখেছিলেন সেদিন এতোটাই আবেগে আপ্লুত হয়েছিলেন যে তিনি দেখে কেঁদে ফেলছিলেন। ভারতীয় বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার একটি খবরে বলা হয়েছে এমন তথ্য।

জয়া বচ্চনের একটি সাক্ষাৎকার সম্প্রতি ভাইরাল হয়েছে। বেশ কিছু দিন আগে কফি উইথ করন অনুষ্ঠানে এসে অমিতাভ-জয়া বলেছিলেন, ঐশ্বরিয়া নাকি তাদের বাড়িতে তাদের মেয়ে হয়ে এসেছেন, বৌমা নয়। জয়া বলেন, আমাদের মেয়ে শ্বেতার অভাবকে পূরণ করেছে ঐশ্বরিয়া। মাঝে মাঝে এমনও হয়েছে, ঐশ্বরিয়াকে বাড়িতে দেখে অমিত চমকেও গিয়েছেন! মনে হয়েছে যেন শ্বেতা বাড়িতে এসেছে। শ্বেতা বিয়ে করে চলে যাওয়ার পরে বাড়িটা একেবারে ফাঁকা হয়ে গিয়েছিল। সেটাকেই পূরণ করেছে আমাদের পুত্রবধূ।

ঐশ্বরিয়া রাইয়ের ইন্সটাগ্রামের ফলোয়ার এক কোটি কিন্তু তিনি শুধু একজনকেই ফলো করেন আর তা হলো স্বামী অভিষেক বচ্চন। কিছুদিন আগে এমনটাই জানিয়েছিল এক মুম্বাই সংবাদ মাধ্যম। এমন তথ্য আসার পর জয়া বচ্চনের এই ইন্টারভিউ বেশ অবাক করেছে ভক্তদের।

এটিএম/

Exit mobile version