Site icon Jamuna Television

প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরীর মা আর নেই

সমকালের সিটি এডিটর, জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরীর মা শরফুন্নাহার চৌধুরী মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ২টার দিকে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

পরিবারের সদস্যরা জানান, তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত ৯ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তখন ১০ দিন হাসপাতালের আইসিইউতেও রাখা হয়েছিল তাকে। শারীরিক অবস্থার কিছুটি উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে নরসিংদীর বাড়িতে নেয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর নরসিংদীর নিজ এলাকায় স্থানীয় মসজিদে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Exit mobile version