Site icon Jamuna Television

ছোট পর্দায় আসছে কাভি খুশি কাভি গম

ভারতের চলচ্চিত্রের ইতিহাসে ব্যবসাসফল সিনেমা হলো করন জোহরের কাভি খুশি কাভি গাম, এবার এই সিনেমা নিয়ে বানানো হবে টিভি সিরিয়াল। আর এই ঘোষণা দিয়েছেন প্রযোজক একতা কাপুর।

একতা কাপুর তার অফিসিয়াল টুইটারে পোস্ট করে এই কথা জানান। তিনি জানান এই টিভি সিরিয়ালটি হয়তো সনি টিভিতে দেখানো হবে।

তবে এখনও ঠিক করা হয়নি কে কে এই টিভি সিরিয়ালে অভিনয় করবেন।

২০০১ সালে কাভি খুশি কাভি গাম মুক্তি পাওয়ার পর থেকে এখনও সমান জনপ্রিয়। পরিবারই সবার উপরে এমন কাহিনী নিয়ে এই সিনেমা। এই ছবিতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, রানী মুখার্জি, হৃত্বিক রোশান, কারিনা কাপুর।

Exit mobile version