Site icon Jamuna Television

অপরাজনীতির কারণে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ আজ প্রশ্নবিদ্ধ: কাদের

ফাইল ছবি।

অপরাজনীতি চর্চার কারণে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ আজ প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এদেশে একমাত্র চিহ্নিত রাজনৈতিক অপশক্তি ও ক্ষমতালোভী দল হিসেবে বিএনপি পরিচিত। বিএনপি নেতারা রাতদিন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার চালাচ্ছে। সরকার নাকি মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন। কিন্তু যাদের রক্তকণায় অনিয়ম, লুটপাট তারা শেখ হাসিনা সরকারের কোনো ভালো কাজ সহ্য করবে না এটাই স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।

ইউএইচ/

Exit mobile version