Site icon Jamuna Television

আশুলিয়ায় ভাতিজার মামলায় সাবেক ইউপি সদস্য গ্রেফতার

মোহাম্মদ আলী।

সাভার প্রতিনিধি:

ভাতিজার দায়ের করা মামলায় ইয়ারপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। চেক জালিয়াতি মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে আশুলিয়ার জিরাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃত ইউপি সদস্যের নাম মোহাম্মদ আলী (৪৫)। তিনি ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবো এলাকার মৃত তবিজ উদ্দিনের ছেলে। তিনি ইয়ারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোহাম্মদ আলী কয়েক বছর আগে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার ভাতিজা জাহাঙ্গীরের কাছ থেকে আট লাখ টাকা নেন। পরে স্থানীয় সালিশে টাকা ফেরত দেয়ার কথা হলে তিনি একটি চেক প্রদান করেন। তবে অ্যাকাউন্টে কোনো টাকা না থাকায় জাহাঙ্গীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়।

আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version