Site icon Jamuna Television

খাদ্যদ্রব্য, জরুরি পণ্য ছাড়া ঈদের আগের ৩ দিন সব পণ্য পরিবহন বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

ঈদের আগের তিন দিন খাদ্যদ্রব্য বা জরুরি পণ্য ছাড়া সব পণ্য পরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

এ সময় আসাদুজ্জামান খান বলেন, ঈদে ছিনতাই, চাঁদাবাজি, মলমপার্টিসহ শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ চেকপোস্ট থাকবে। ঈদের ছুটিতে বিশেষ স্থাপনার এলাকায় নিরাপত্তাসহ সারাদেশে টহল জোরদার থাকবে।

ঢাকার যানজট নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ঢাকায় অনেক উন্নয়ন কাজ চলছে বলে যানজট হচ্ছে। কোভিড-১৯ পরবর্তী মানুষ ঢাকায় আসছে; যাতায়াত শুরু হওয়ায় এসব কারণে যানজট। পুলিশ যানজট কমাতে যথাসাধ্য চেষ্টা করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তৈরি পোশাক কারখানায় কবে ছুটি দেয়া হবে তা মালিক, শিল্প পুলিশ ও শ্রমিকরা বসে সিদ্ধান্ত নেবে। ধাপে ধাপে তৈরি পোশাক খাতের শ্রমিকদের ছুটিতে দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে উল্লেখ করেন, ঈদে ৬০ লাখ শ্রমিক বাড়িতে যাবে। বেতন-বোনাস আগেই দিতে হবে।

কোনো পরিবহনে অতিরিক্ত যাত্রী বহন কিংবা অতিরিক্ত ভাড়া যাতে আদায় না করতে পারে, সেজন্য পুলিশ কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

/এমএন

Exit mobile version