Site icon Jamuna Television

রাজবাড়িতে পেঁয়াজে কাঙ্ক্ষিত ফসল মেলেনি, আমদানি বন্ধের আহ্বান চাষিদের

মাঠ থেকে পেঁয়াজ তুলছেন চাষিরা।

রাজবাড়ীতে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজের আবাদ হলেও কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় হতাশ চাষিরা। মূল্য কম থাকায় লোকসান গুনতে হচ্ছে। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন অনেকে। পেঁয়াজের বাজার মূল্য মণ প্রতি ১ হাজার ২০০ টাকা নির্ধারণের দাবি চাষিদের। আমদানি বন্ধ করার আহ্বান তাদের।

মসলা জাতীয় ফসল হিসেবে পেঁয়াজের ভূমিকা অনস্বীকার্য। পেঁয়াজ উৎপাদনে দেশের তৃতীয় স্থানে রাজবাড়ী। দেশের প্রায় ১৪ শতাংশ উৎপাদন হয় এ জেলায়। বর্তমানে হালি পেঁয়াজ উঠাতে ব্যস্ত চাষিরা। মাঠ থেকে তুলে পরিষ্কার-পরিচ্ছন্ন করে অনেকে প্রাকৃতিক উপায়ে সংরক্ষণ করছে। আবার কেউ বিক্রি করে দিচ্ছেন।

প্রতি বিঘায় উৎপাদন খরচ ১৫ থেকে ২০ হাজার টাকা। লিজ নেয়া জমির ক্ষেত্রে খরচ বেড়েছে আরও ১০ হাজার টাকা। বিঘা প্রতি ফলন ৩০ থেকে ৪০ মণ। বর্তমানে বিক্রি হচ্ছে, মান ভেদে ৬০০ থেকে সাড়ে ৮০০ টাকায়।

এ নিয়ে জেলা কৃষি অফিসের ডিডি এসএম সহীদ নূর আকবর বলেন, আমরা চাই পেঁয়াজের দাম রিজনেবল প্রাইজে থাকুক। যাতে চাষিরা লাভবান হয় এবং ভোক্তারাও কম দামে পেঁয়াজ কিনতে পারেন।

চলতি বছর রাজবাড়ী জেলায় ৩২ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ৩৫ হাজার হেক্টর জমিতে।

এসজেড/

Exit mobile version