Site icon Jamuna Television

খুলনা পুলিশ কমিশনার ও গাজীপুরের এসপিকে প্রত্যাহার দাবি

খুলনা মহানগর পুলিশ কমিশনার এবং গাজীপুরের পুলিশ সুপারের প্রত্যাহার চায় বিএনপি। বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে দেখা করে এই দাবি জানায় বিএনপির প্রতিনিধিরা।

প্রায় দুই ঘন্টার সাক্ষাতে খুলনা ও গাজীপুরে আওয়ামী লীগ ও পুলিশের বিরুদ্ধে প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ জানায় বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, খুলনায় গতকাল ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

এছাড়া গাজীপুরে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। কেন্দ্রীয় নেতাদের প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ করেন নেতারা। পরে সিইসি জানান এই বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করে পদক্ষেপ নেয়া হবে।

প্রত্যাহারের বিষয়ে নির্বাচন কমিশন থেকে কোনো আশ্বাস পেয়েছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. মঈন খান বলেন, এটা তো আশ্বাসের বিষয় না। নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব নির্বাচনের পরিবেশ বজায় রাখা। তবে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথাবার্তা হয়েছে। তারা আমাদের কথা শুনেছে।

এর আগে বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে সিইসির সঙ্গে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধিদল।

Exit mobile version