Site icon Jamuna Television

ঢলের পানিতে তলিয়ে যাওয়া ধানও কাটার আপ্রাণ চেষ্টা চাষীদের

ডুবে যাওয়া কাচা ধানও কেটে নিচ্ছেন চাষীরা।

ঢলের পানিতে ফসল তলিয়ে যাওয়ার শঙ্কায় হাওরে আধাপাকা ধান কেটে নেয়ার হিড়িক পড়েছে। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার শতাধিক ঝুঁকিপূর্ণ হাওরে চলছে বোরো ধান কাটা।

যেখানে ফসল ডুবে গেছে সেখানেও, চাষীরা আপ্রাণ চেষ্টা করছেন ডুবন্ত ধান কাটার। নিজের জন্য না হলেও গবাদি পশুর জন্য যতটা সম্ভব ধান কেটে নেয়ার আশা তাদের। একইসাথে চলছে ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় স্থানীয়দের চেষ্টা।

এদিকে, নড়বড়ে বাঁধ মাটি ফেলে শক্ত করার চেষ্টা হচ্ছে। কৃষি বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের হিসাবে চার জেলার হাওরে কমবেশি ৯ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত।

এসজেড/

Exit mobile version