Site icon Jamuna Television

মোহামেডান ছেড়ে লেজেন্ডস অব রূপগঞ্জে সাকিব

ছবি: সংগৃহীত

মোহামেডান থেকে ছাড়পত্র নিয়ে লেজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ডিপিএল সুপার লিগে খেলবেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে উঠতে ব্যর্থ হয়ে সাকিব আল হাসানকে ছাড়পত্র দিয়েছে মোহামেডান। এমনটিই জানিয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ ফ্র্যাঞ্জাইজিটির কর্তৃপক্ষ।

লিগের বাইলজ অনুযায়ী, কোনো নির্দিষ্ট খেলোয়াড় কোনো দলের হয়ে একটি ম্যাচও না খেলে থাকলে এবং সেই দলের খেলা শেষ হয়ে গেলে দলের অনুমতি সাপেক্ষে সেই খেলোয়াড় অন্য দলে খেলতে পারবে। সেই নিয়ম অনুযায়ীই দল বদল করলেন সাকিব আল হাসান।

এর আগে, পারিবারিক কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজের কারণে মোহামেডানের হয়ে খেলতে পারেননি সাকিব। সেই সাথে পারিবারিক কারণও যোগ হয়েছিল। তবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের বাকি চারটি ম্যাচের জন্য সাকিবকে লেজেন্ডস অব রূপগঞ্জের কাছে ছেড়ে দিয়েছে মোহামেডান। ফলে আগামী ম্যাচগুলোতে সাকিবকে দেখা যাবে লেজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে।

আরও পড়ুন: সন্তান হারালেন রোনালদো-জর্জিনা

এম ই/

Exit mobile version