Site icon Jamuna Television

তিতাস নদীতে ধানবোঝাই নৌকা ডুবে শ্রমিক নিখোঁজ

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ধানবোঝাই একটি নৌকা ডুবে বিল্লাল (২৭) নামের এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ বিল্লাল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।

এই ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, সকালে চাপুইর থেকে ধানবোঝাই একটি নৌকা তিতাস নদী দিয়ে বাসুদেব ইউনিয়নের পাইকপাড়ায় যাচ্ছিল। নৌকাটিতে ধানের মালিক, দু’জন ধান কাটার শ্রমিক ও মাঝি ছিল। চাপুইর এলাকায় কিছুদূর যাওয়ার পর নৌকাটি ডুবে যায়।

এ সময় ধানের মালিক, একজন ধান কাটার শ্রমিক ও মাঝি সাঁতারে নদীর তীরে ওঠেন। তবে শ্রমিক বিল্লালের কোনো সন্ধান মেলেনি। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে। নদীর এ জায়গাটিতে গভীরতা অনেক। তাই কিশোরগঞ্জ থেকে একটি ডুবুরি দল আসার জন্য বলা হয়েছে।

এসজেড/

Exit mobile version