Site icon Jamuna Television

চুরি শেষে দোকানে দাঁড়িয়েই উদ্দাম নাচ চোরের, ধরা পড়লো সিসি ক্যামেরায় (ভিডিও)

দোকানে চোরের নাচ। ছবি: সংগৃহীত।

চুরি করতে একটি দোকানের শাটার ভেঙে ভেতরে ঢোকে চোর। সব চুরি শেষে যাওয়ার আগে সেখানেই নাচ জুড়ে দেয় সে। পরদিন দোকানের সিসিটিভি ক্যামেরা দেখে চোখ চড়কগাছ দোকানির। সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। এরই মধ্যে ভাইরাল হয়েছে সেই ভিডিও। খবর এনডিটিভির।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, সমস্ত চেহারা গামছায় মোড়ানো চোরটির। দাঁড়িয়ে আছে দোকানের ভেতর, শাটার বন্ধ ভেতর থেকে। সেখানে দাঁড়িয়ে হঠাৎই দু’হাত ছড়িয়ে নাচা শুরু করে দেয় সে। যেনো কিছু অর্জনেরই উল্লাস।

ভুক্তভোগী দোকানি জানান, সেদিন তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন সকালে এসে দেখেন সব ফাঁকা। দোকানের শাটার ভেঙে সব নগদ নিয়ে গেছে চোর, সেই সাথে কয়েক হাজার রুপির মালামালও।

এরপরই সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখেন দোকানি। তখনই দেখতে পান তার সর্বনাশ করে দোকানের ভেতরই রীতিমতো উদযাপন করে গেছে সেই চোর। এরই মধ্যে থানায় অভিযোগ জানিয়েছেন ওই ব্যক্তি।

এসজেড/

Exit mobile version