Site icon Jamuna Television

চোখে টর্চ লাইটের আলো পড়াকে কেন্দ্র করে ছুরিকাঘাত, ব্যবসায়ী নিহত

ফাইল ছবি

রাজশাহীর দুর্গাপুর উপজেলার সুখানদিঘী গ্রামে চোখে টর্চ লাইটের আলো পড়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মন্টু আলী নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে কালিগঞ্জ বাজারে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (১৮ এপ্রিল) রাতে মন্টুসহ কয়েকজন তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বন্ধন ও তার বন্ধুরা যাওয়ার সময় তাদের চোখে টর্চ লাইটের আলো পড়ে। চোখে আলো পড়াকে কেন্দ্র করে তাৎক্ষণিক দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় বলে জানা গেছে।

এরই জেরে মঙ্গলবার বন্ধন তার সহপাঠীদের একত্রিত করে কালিগঞ্জ বাজারে ওৎ পেতে থাকে। সবজি ব্যবসায়ী মন্টু বাজারে আসলে বন্ধনের নেতৃত্বে কয়েকজন মন্টুকে এলোপাতাড়ি মারপিট ও উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় মন্টুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ওসি হাসমত আলী জানান, হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

/এসএইচ

Exit mobile version