Site icon Jamuna Television

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন ক্রিকেটার মোশারফ রুবেল

যে মিরপুরে একদিন ক্রিকেটার হয়েছিলেন, সেখানেই সতীর্থদের শোকে স্তব্ধ করে রেখে চিরবিদায় নিলেন রুবেল।

বারিধারায় প্রথম জানাজা ও মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোশারফ হোসেন রুবেল।

২০১৯ সালের পর মাঠে ফেরা হয়নি মোশাররফ হোসেন রুবেলের। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তার শেষ ম্যাচটি খেলেছিলেন মিরপুরেই। জাতীয় দলের জার্সিতেও মিরপুরেই তাকে শেষ দেখা গিয়েছিল ২০১৬ সালে। সেই মিরপুরেই আজ তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় দলের একাধিক সাবেক ও বর্তমান ক্রিকেটারসহ বিসিবির কর্মকর্তারা ও রুবেলের পরিবারের সদস্যরা।

২০১৯ সালে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। এরপর সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে মাঠে ফিরলেও পুরোপুরি আর সেরে ওঠেননি তিনি। গত মার্চে আবারও গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয় তাকে। এরপর গত শুক্রবার (১৫ এপ্রিল) শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন রুবেল। 

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল ৫টায় মৃত্যুবরণ করেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে খেলা মোশাররফ রুবেল।

/এসএইচ

Exit mobile version