Site icon Jamuna Television

রাকিবকে অব্যাহতি, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আক্তার

আক্তার হোসেন। ফাইল ছবি।

জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে রাকিবুল ইসলাম রাকিবকে অব্যাহতি দিয়ে এই পদে যুগ্ম আহ্বায়ক আক্তার হােসেনকে দায়িত্ব দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সদ্য ঘােষিত কেন্দ্রীয় সংসদে প্রতিনিধিত্ব করার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের আহ্বায়ক পদ থেকে রাকিবকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া সংগঠনের সার্বিক কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে এই ইউনিটে আক্তারকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ঘোষণা দেয়া হয়। সেই কমিটিতে সভাপতি হিসেব নির্বাচিত হন কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন সাইফ মাহমুদ জুয়েল।

জেডআই/

Exit mobile version