Site icon Jamuna Television

পটিয়ায় চেয়ারম্যান ও মেম্বার সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

ফাইল ছবি

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধরা সবাই যুবলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ১০ টার দিকে আমজুহাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জঙ্গলখাইন ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত সবুজ এবং ইউনিয়ন পরিষদ সদস্য ইয়ার মোহাম্মদ বাবরের গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে গোলাগুলিতে জমির, ইকবাল এবং সাইফুল নামে তিন জন গুলিবিদ্ধ হন। আহত জমির পটিয়া পৌরসভা যুবলীগের আহবায়ক। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা সবাই এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম৷

/এসএইচ

Exit mobile version