Site icon Jamuna Television

ইউক্রেনের ক্রেমিন্না শহর দখলে নিলো রাশিয়া

ছবি: সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রেমিন্না দখলে নিলো রাশিয়া। বুধবার ভোরে এই তথ্য নিশ্চিত করেন শহরটির গভর্নর। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এক বিবৃতিতে বলেন, রুশ সেনারা চারপাশ থেকে ঘেরাও করে ফেলেছিল শহরটি। সে কারণেই সরানো হয়েছে ইউক্রেনীয় সেনাবহরকে। যুদ্ধ শুরুর আগে ক্রেমিন্নায় ছিল ১৮ হাজার মানুষের বসবাস। অভিযান চলাকালে দুই শতাধিক বাসিন্দা মারা গেছেন- এমনটাই দাবি গভর্নরের। প্রতিবেশী দেশগুলোয় পাড়ি জমিয়েছেন অনেকে।

পূর্বাঞ্চল দখলের লক্ষ্য নিয়ে সামরিক অভিযানের দ্বিতীয় ধাপে প্রবেশ করেছে রাশিয়া। পরিধি বৃদ্ধির পর এটাই তাদের সর্বোচ্চ সাফল্য। রুশ প্রতিরক্ষা দফতর জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে মিসাইল-গোলা।
আরও পড়ুন: ইইউ’র ৩১ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া
ইউএইচ/

Exit mobile version