Site icon Jamuna Television

মিলানকে হারিয়ে ইতালিয়ান কাপের ফাইনালে ইন্টার

ছবি: সংগৃহীত

মিলান ডার্বিতে জয়ী হয়ে ১১ বছর পর ইতালিয়ান কাপের ফাইনালে উঠেছে ইন্টার। এসি মিলানকে ৩-০ গোলে হারিয়েছে তারা।

মিলান ডার্বিতে ১১ বছর পর ইতালিয়ান কাপের ফাইনালে উঠেছে ইন্টার। দুই দলের লড়াইয়ে ব্যবধান গড়েন লাউতারো মার্টিনেজ। প্রথমার্ধে এসি মিলানের বিপক্ষে তার করা দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইন্টার। পরে খেলার শেষ দিকে গোসেন্সের গোল শেষ পেরেক ঠুকে এসি মিলানের কফিনে।

প্রতিযোগিতার পাঁচবারের চ্যাম্পিয়ন এসি মিলান সবশেষ ফাইনাল খেলেছিল ২০১৮ সালে। সবশেষ শিরোপা স্বাদ পেয়েছিল আরও আগে, ২০০৩ সালে। শিরোপার প্রতীক্ষা আরও বাড়লো তাদের।

ইউএইচ/

Exit mobile version