Site icon Jamuna Television

ব্যবসায়ী-ছাত্র সংঘর্ষ: সকাল থেকেই নিউমার্কেট এলাকার পরিস্থিতি শান্ত

গত সোমবার (১৮ এপ্রিল) রাত থেকে গতকাল পর্যন্ত দফায় দফায় তুমুল সংর্ঘষ আর বিশৃঙ্খলার পর রাজধানীর নিউমার্কেট এলাকার পরিস্থিতি বুধবার সকাল থেকে শান্ত।

এদিন সড়কে ব্যবসায়ী-কর্মচারীদের দেখা গেলেও শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়নি। ঢাকা কলেজের মূল ফটক বন্ধ রয়েছে। নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অবশ্য বুধবার বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে, নিউমার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা দোকানপাট খুলতে চান। এজন্যই সকাল থেকে জড়ো হয়েছেন তারা। দোকান খুলে ব্যবসায়িক কার্যক্রম শুরুর অনুমতি চেয়েছেন সরকারের কাছে।

প্রসঙ্গত, নিউমার্কেট এলাকায় সোমবার দিবাগত রাতের পর গতকালও দিনভর সংঘর্ষ হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট এলাকার বিপণী বিতানের দোকানমালিক ও কর্মচারীদের মধ্যে দফায়-দফায় হয় সংঘর্ষ। আক্রান্ত হন সাংবাদিকরাও। সংঘর্ষের মাঝে পড়ে প্রাণ হারিয়েছেন নাহিদ হোসেন নামের এক তরুণ।

/এমএন

Exit mobile version