Site icon Jamuna Television

ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক করায় হবু বরকে ছুরিকাঘাত করলো পুস্পা

ছবি: প্রতীকী

মেয়ের জন্য বিয়ের পাত্র ঠিক করেছিলেন বাবা-মা। কিন্তু পুস্পার একেবারেই ইচ্ছে নয় সম্বন্ধ করে বিয়ে করার। এরপরই হবু বরকে গোপনে দেখা করার বার্তা পাঠান তিনি। হবু বর দেখা করতে আসামাত্র ছুরিকাঘাত করেন পুস্পা। এতে গুরুতর আহত হন ওই যুবক। এক মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, আহত ওই যুবকের নাম রামু নাইডু। সিএসআইআর-এ বিজ্ঞানী পদে চাকরি করেন তিনি। বিশাখাপত্তনমের চোড়াভরম অঞ্চলে এই ঘটনাটি ঘটেছে। ওই তরুণী পুস্পার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্ত ওই তরুণীর নাম পুস্পা (২২)। তাকে বিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়েছিলেন তার বাবা-মা। কিন্তু তিনি কিছুতেই এই বিয়েতে রাজি হননি। তাই পথের কাঁটা সরিয়ে দিতে পাত্রের গলায় ছুরি চালান তিনি। অভিযুক্তের কাছে তিনটি ছুরি পাওয়া গিয়েছে। এর আগে তিনি কোনো অপরাধ করেছেন বলে জানা যায়নি।

জিজ্ঞাসাবাদে পুস্পা পুলিশকে জানিয়েছেন, প্রথম থেকেই তার এই বিয়েতে অমত ছিল। বাবা-মাকে সেকথা জানিয়েও ছিলেন তিনি। তবু বাড়ি থেকে তাকে বিয়ে করতে জোর করা হয়।

ইউএইচ/

Exit mobile version