Site icon Jamuna Television

ইডিএফের ঋণে অহেতুক সুদ নেয়ার পথ বন্ধ করছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত।

রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ঋণে অহেতুক সুদ নেয়ার প্রবণতায় লাগাম টেনে ধরেছে বাংলাদেশ ব্যাংক। এর পাশাপাশি সময়মতো যাতে অর্থ ছাড় করে সেজন্য ‘অন্তর্বর্তীকালীন সময়ের’ সুদহার নির্ধারণ করে দেয়া হয়েছে। এই ঋণে বাংলাদেশ ব্যাংক থেকে পুনঃঅর্থায়ন পাওয়ার আগ পর্যন্ত অতিরিক্ত এক শতাংশ সুদ নিতে পারবে ব্যাংক।

বর্তমানে ইডিএফ থেকে ঋণ নিয়ে উৎপাদন উপকরণ আমদানির ক্ষেত্রে ২ শতাংশ হারে সুদ দিতে হয় রফতানিকারকদের। এর এক শতাংশ পায় বাংলাদেশ ব্যাংক এবং আরেক শতাংশ পায় সংশ্নিষ্ট বাণিজ্যিক ব্যাংক। সম্প্রতি রফতানি বেড়ে যাওয়ায় উৎপাদন উপকরণ আমদানির জন্য ইডিএফ থেকে ঋণের চাহিদা বেড়েছে। এতে ইডিএফের ওপর চাপ বেড়েছে। বাংলাদেশ ব্যাংক সময়মতো পুনঃঅর্থায়ন করতে পারছে না। বর্তমানে দৈনিক গড়ে ১৫ থেকে ২০ কোটি ডলারের পুনঃঅর্থায়নের আবেদন আসছে।

এসজেড/

Exit mobile version