Site icon Jamuna Television

অপরিপক্ক ফসল কাটতে আর বাঁধ রক্ষায় প্রাণপণ চেষ্টা নেত্রকোণার কয়েক হাজার মানুষের

বাঁধ রক্ষায় কাজ করছেন গ্রামবাসী।

বছরের একমাত্র ফসল রক্ষায় হাওরে রাত-দিন চেষ্টা কয়েক হাজার মানুষের। আগাম বন্যা থেকে বোরো ফসল রক্ষা করতে প্রাণপণ লড়ছেন চাষিরা। অন্যদিকে, পানিতে তলিয়ে যাওয়ার ভয়ে আধপাকা ধান কেটে নেয়া হচ্ছে। নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার কীর্তনখলা বাঁধে ফাটল দেখা দেয়ায় বাঁধটি টেকাতে স্থানীয়দের সাথে যোগ দিয়েছেন প্রশাসনের লোকজনও।

নেত্রকোণার খালিয়াজুরীতে ১৮১ কিলোমিটার ফসলরক্ষা বাঁধ। তারওপর নির্ভর করেই উপজেলার প্রায় ২১ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়। কিন্তু উজানের ঢলে এরইমধ্যে বেশ কয়েকটি বাঁধ ক্ষতিগ্রস্ত। বাড়ছে কৃষকদের দুশ্চিন্তা। দ্রুত ফসল ঘরে তুলতে হারভেস্টার মেশিন চাইছেন চাষিরা।

বাঁধ নির্মাণ আর রক্ষণাবেক্ষণে অনিয়মের অভিযোগ থাকলেও তা মানছে না পানি উন্নয়ন বোর্ড। নির্বাহী প্রকৌশলীর দাবি- কাজ হয়েছে বলেই টিকে আছে ফসল। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বাঁধের দুই পাশে পানির তারতম্য হলো ২০ ফিট। বাঁধের গুণগত মান ঠিক না থাকলে পানি এক পাশ থেকে অন্যপাশে চলে যেতো। তেমনটি এখনও হয়নি এখানে।

এসজেড/

Exit mobile version