Site icon Jamuna Television

ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে যুক্তরাষ্ট্রের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ফাইল ছবি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২০ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক বিশেষ দূত রাশাদ হোসাইনের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান।

শাহরিয়ার আলম জানান, ধর্মভিত্তিক রাজনৈতিক দলের উত্থান প্রতিহত করতে বাংলাদেশ সক্ষম হয়েছে বলে বৈঠকে উল্লেখ করেন তিনি।

অন্যদিকে রাশাদ হোসাইন বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান, কোনো একটা পক্ষ সেটা নষ্ট করার চেষ্টা করছে। রোহিঙ্গা ইস্যুতেও কথা বলেন বাইডেনের এ দূত। বলেন, বাংলাদেশ চাইলেও রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর মতো বাস্তবতা এখনো তৈরি হয়নি।

এছাড়া, রমজানে ফিলিস্তানের ওপর হামলা অগ্রহণযোগ্য ও নিন্দনীয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

/এমএন

Exit mobile version