Site icon Jamuna Television

এক কলাগাছে ৩৫টি মোচা!

সাতক্ষীরা প্রতিনিধি

একটি কলাগাছে ৩৫টি মোচা বা গ্রাম্য ভাষায় কলা ফুলের থোড়া দেখা গেছে। ব্যতিক্রমি ও আশ্চর্যজনক এ দৃশ্যটি দেখা গেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার পার্শ্ববর্তী গ্রাম মনিরামপুরের চাকলা ভরতপুরে।

সরজমিনে গিয়ে দেখা যায়, বসতবাড়ি আঙ্গিনায় বাগানের ধারে একাধিক কলাগাছের মধ্য থেকে একটি কলাগাছে এক কাদিতে (একেক জনের আঞ্চলিক ভাষা) ৩৫টি কলামোচা গঁজিয়েছে। ওই গ্রামের ঢালী পাড়ার আতিয়ার রহমানের ছেলে জাহাঙ্গীর আলমের বাগানে লাগানো গাছে ঐ কলাফুলের মোচা দেখা যায়।

জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন ধরে বসতভিটার আঙ্গিনায় স্বল্প পরিমাণে কলাগাছ লাগিয়ে থাকি। অনেক দিন বাগানের দিকে খেয়াল না করাতে ঐ দৃশ্য দেখতে পাইনি। হঠাৎ বাগানে ছাগলের জন্য গাছের পাতা নিতে এসে একটি কলা গাছের একটি কাদিতে ৩৫টি মোচা দেখতে পায়।
‘স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, ‘এটা আল্লাহর নিদর্শন, নিয়ামত। সঠিক পরিচর্যা করলে হয়তো ৩৫টি কলাগাছের ন্যায় একটি কলাগাছ থেকেই কলা পাওয়া সম্ভব।’

অনেকে দৃশ্যটি দেখতে সেখানে ভিড়ও জমাচ্ছেন।

Exit mobile version